হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন।

গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আইরিন নিগার (৩৫)। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ফাজিলহাট এলাকার নোমান রশীদের স্ত্রী। আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে তিন যাত্রী নিয়ে একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় পাথরবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের যাত্রী আইরিন নিগারের মৃত্যু হয়। এতে বাস ও ট্রাকের চালকসহ সাতজন আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫