হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইউপি সদস্যের অফিসে ঝুলন্ত লাশ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নারী ইউপি সদস্যের অফিস থেকে নুরুল আলম (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার নারী ইউপি সদস্য আছিয়া বেগমের (৫০) অফিস থেকে লাশটি উদ্ধার করে কর্ণফুলী থানা–পুলিশ।

লাশ উদ্ধারের ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম, কোরবান আলী (২৮) ও মোহাম্মদ পারভেজ (২২) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইছানগর এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছিয়া বেগম থানায় এসে জানান, ৫০ হাজার টাকা পাওনা থাকায় তিনি নুরুল আলম নামের ওই ব্যক্তিকে তাঁর অফিসে আটকে রাখেন। কয়েক ঘণ্টা পর অফিস খুলে দেখেন নুরুল আলম আত্মহত্যা করেছেন।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ফেরদৌস হোসেন জানান, নুরুল আলমের কাছে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্য আছিয়া বেগমের ৫০ হাজার টাকা পাওনা ছিল। তাই পাওনা টাকা আদায়ে আছিয়া বেগম নুরুল আলমকে অফিসে আটকে রাখেন। আটকে রাখার কয়েক ঘণ্টা পর নুরুল আলমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর ছেলে। তাঁর শরীরে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

ফেরদৌস হোসেন আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়