হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইউপি সদস্যের অফিসে ঝুলন্ত লাশ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নারী ইউপি সদস্যের অফিস থেকে নুরুল আলম (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার নারী ইউপি সদস্য আছিয়া বেগমের (৫০) অফিস থেকে লাশটি উদ্ধার করে কর্ণফুলী থানা–পুলিশ।

লাশ উদ্ধারের ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম, কোরবান আলী (২৮) ও মোহাম্মদ পারভেজ (২২) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইছানগর এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছিয়া বেগম থানায় এসে জানান, ৫০ হাজার টাকা পাওনা থাকায় তিনি নুরুল আলম নামের ওই ব্যক্তিকে তাঁর অফিসে আটকে রাখেন। কয়েক ঘণ্টা পর অফিস খুলে দেখেন নুরুল আলম আত্মহত্যা করেছেন।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ফেরদৌস হোসেন জানান, নুরুল আলমের কাছে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্য আছিয়া বেগমের ৫০ হাজার টাকা পাওনা ছিল। তাই পাওনা টাকা আদায়ে আছিয়া বেগম নুরুল আলমকে অফিসে আটকে রাখেন। আটকে রাখার কয়েক ঘণ্টা পর নুরুল আলমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর ছেলে। তাঁর শরীরে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

ফেরদৌস হোসেন আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল