চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, ১৫ লাখ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে কোতোয়ালি থানার সিআরবি এলাকার বয়লার অ্যাভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় যৌথ বাহিনী এই অভিযান চালায়।
আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে সিআরবি বয়লার অ্যাভিনিউ বস্তি এবং ফলমন্ডি কলোনি এলাকায় ভোর ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় পাঁচজন দুষ্কৃতকারীকে আটক করার পাশাপাশি ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার সরঞ্জামসহ আটক ব্যক্তিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখাসহ চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।