হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে বাবু নিতাই দাস (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্দার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রামগড় মধ্যবাজারের কসমেটিকস গলিতে এ ঘটনা ঘটে। নিতায় দাস চট্টগ্রামের সীতাকুন্ড থানার জাফরনগর গ্রামের মৃত বাবু রুহিনী দাসের ছেলে। তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন। 

রামগড় থানা সূত্রে জানা যায়, নিহত নিতাই দাস প্রায় চারমাস ধরে রামগড়ে ফুটপাথে কাপড় ব্যবসা করেন। রামগড় মধ্যবাজারের কসমেটিকস গলিতে আবুল কাসেম নামের এক ব্যক্তির বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সকালে তার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

রামগড় থানার পরিদর্শক ফরহাদুল হক জানান, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। লাশ নিতে নিহতের পরিবারের কয়েকজন সদস্য এসেছেন। তারা জানিয়েছেন, ব্যক্তি জীবনে নিতাই দাস অবিবাহিত এবং দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের