হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে বাস উল্টে ওয়াসার পাইপে, ভোগান্তিতে পথচারীরা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকার শেখ মার্কেটের সামনে বাস উল্টে ওয়াসার পাইপের ওপরে পড়ে। এতে পাইপ ফেটে গিয়ে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কসহ আশপাশের অলিগলি ও দোকানপাট পানিতে তলিয়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারী ও স্থানীয় মানুষ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

আজ শনিবার দুপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর থেকে ওয়াসার একটি পাইপ নজুমিয়া হাট এলাকার শেখ মার্কেটের সামনে দিয়ে বন্দরনগরীর দিকে গেছে। গতকাল রাত সাড়ে ৩টার দিকে ওই সড়কের পাশে একটি বেপরোয়া গতির বাস উল্টে ওয়াসার পাইপের ওপর পড়ে। এতে পাইপটি ফেটে তীব্র গতিতে পানি বের হতে থাকে। এ সময় পানির উচ্চতা ১৫ ফুটেরও বেশি। 

পানি বিদ্যুৎলাইনের ওপর পড়ার কারণে স্থানীয়রা সংযোগ বন্ধ করতে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে। ফলে উপজেলার শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়নে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। এতে গরমে ওই রাতে স্থানীয় মানুষকে কষ্ট পোহাতে হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম জানান, বাস উল্টে ওয়াসার পাইপের ওপর পড়ে সড়কের আশপাশে পানি জমে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা এসে মেরামত কাজ শুরু করলে পাইপলাইনটি দিয়ে পানি বের হওয়া বন্ধ হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট