হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি মুজাহিদ-নিজামীদের মতো স্বাধীনতাবিরোধীদের কদর করত: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির শাসনামলে রাজাকার, আলবদরদের অনেক মূল্যায়ন ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় এ দেশের মুক্তিকামী মানুষকে অসহনীয় অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করেছিল, বিএনপি তাদের মতো দেশবিরোধীদের মন্ত্রী বানিয়ে গাড়িতে দেশের জাতীয় পতাকা ওড়ানোর অধিকার দিয়েছিল। তারা মুজাহিদ ও নিজামীদের মতো স্বাধীনতাবিরোধীদের কদর করত।’

আজ বুধবার দুপুরে কসবা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে যে আদর্শ, দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি যে অগাধ ভালোবাসা ছিল, এগুলো বুকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল হয়েছে। তিনি দেশকে মর্যাদার আসনে বসিয়েছেন। তাই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ করছি।’

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনাদের শরীরে একবিন্দু রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষতি কেউ করতে পারবেন না বলে আমি বিশ্বাস করি। আপনারা অবশ্যই শেখ হাসিনার পাশে ছিলেন এবং থাকবেন। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রীই বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন এবং সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন।’

মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বকুল ও বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খানসহ অন্যরা।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী