হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিশুকে শ্বাসরোধে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ বছরের শিশু কাজী মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল আউয়ালের আদালত সাড়ে ১৩ বছর আগের চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন। 

দণ্ডিত ব্যক্তি কাজী নাহিদ হোসেন পল্লব (৪৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া কাজী বাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে। 

চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কাজী নাহিদ হোসেন পল্লবকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর ভাই ইকবাল হোসেন বিপ্লবের (৪৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় বাবা-মাও আসামি ছিলেন। বিচার চলাকালে তাঁরা মারা যাওয়ায় তাঁদের এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। 

মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালে ২২ নভেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া কাজী বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে ওয়াসিমকে শ্বাসরোধ হত্যা করা হয়। পরে আসামি সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরদিন শিশুটির লাশ এলাকাটির একটি ধানখেতে বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়। 

এ ঘটনায় পরদিন ওয়াসিমের চাচা কাজী একরামুল হক বাদী হয়ে মিরসরাই থানায় প্রতিবেশী কাজী নাহিদ হোসেন পল্লবকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ওয়াসিম ওই এলাকার প্রবাসী কাজী মোশাররফ হোসেন বাবলুর ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত পল্লবকে গ্রেপ্তার করার পর তিনি আদালতে হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

 ২০১৩ সালে মামলার তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডে পল্লব, তাঁর ভাই বিপ্লব ও তাঁদের বাবা-মাকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত চাঞ্চল্যকর এই মামলাটির রায় দেন। 

অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন বলেন, রায়ের সময় আসামিকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়। রায় শেষে পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল