হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে বুনো হাতির তাণ্ডবে বিএফআইডিসির রেস্টহাউস ভাঙচুর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই শিল্প এলাকার বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) রেস্টহাউসে ঢুকে বুনো হাতির দল রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করেছে। 

আজ সোমবার রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বুনো হাতির দল এই তাণ্ডব চালায় বলে জানান এলপিসির সহব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস। 

বিলাস কুমার বলেন, হাতির পালটি রেস্টহাউসের দরজা, জানালা ও রান্নাঘর ব্যাপক ভাঙচুর করে। এ সময় রেস্টহাউসের আনসার সদস্যরা দৌড়ে পালিয়ে এর দোতলায় অবস্থান নেন এবং রেস্টহাউসে অবস্থান করা সবাইকে সচেতন করেন। 

এদিকে হাতির পালটি একই দিন রাতে কাপ্তাই সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের কলাবাগান খেয়ে সাবাড় করে দেয় বলে জানান এই কর্মকর্তা।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, বনের মধ্যে খাদ্য না থাকায় লোকালয়ে বুনো হাতির দল আসছে। তা ছাড়া এই অঞ্চলে নতুন করে কয়েকটি হাতি বাচ্চা দেওয়ায় খাদ্যের সন্ধানেও হাতিগুলো লোকালয়ে আসছে। 

এ ঘটনায় কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্কিত দেখা দিয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল