হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে সংঘাত: গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গাকে আটকে দিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে ৫ রোহিঙ্গা নাফ নদী পারি দিয়ে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে। 

আজ শনিবার বিকেল ৫ টার দিকে একটি ডিঙি নৌকাযোগে তাঁরা জেটিতে পৌঁছান বলে জানান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, সীমান্ত পার হয়ে আসা পাঁচজন রোহিঙ্গার সঙ্গে একজন গুলিবিদ্ধ নারী আছেন। জেটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটকে দিয়েছেন। 

সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮ টার দিকে) তারা নৌকা নিয়ে নাফ নদীতে ঘোরাফেরা করছিল। তাদের ফেরত পাঠাতে চেষ্টা করছেন বিজিবির সদস্যরা। 

শাহপরীর দ্বীপ নাফ নদী জেটির পাশে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন মোহাম্মদ রুবেল নামে এক যুবক। রুবেল বলেন, বিকেলে একটি ডিঙি নৌকায় করে জেটিতে পৌঁছান ৫ জন। 

এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীকে শুইয়ে রাখা হয়েছে। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো রয়েছে।  

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি নৌকায় পাঁচজন রোহিঙ্গা এসেছেন বলে শুনেছি।’ এর মধ্যে একজন নারী গুলিবিদ্ধ রয়েছেন। তবে বিজিবি তাদেরকে ঢুকতে দেয়নি।  
এ বিষয়ে বিজিবির সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে