হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে মোট সাতজনের মৃত্যু হয়েছে, যাঁর মধ্যে পাঁচজনই নারী। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। 

সিভিল সার্জনের কার্যালয় জানায়, মৃত ওই নারী হলেন হানি আকতার (২২)। তিনি গতকাল সোমবার মারা যান। বাড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায়। গত ১১ সেপ্টেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’ তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। 

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। 

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১৫ জন। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ