হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার বিকেলে উপজেলার সরিষা ও সোহাগী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘আজকের এই আন্দোলন সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন। আজকের এই আন্দোলন আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনার আন্দোলন। আজকের এই আন্দোলন আমাদের নেতা তারেক রহমামনকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। বর্তমান সময়ে জ্বালানি তেলের দামসহ নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সহসভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য একেএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন। 

এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদল নেতা অ্যাড. সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্যসচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রোমান, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্যসচিব রিদওয়ান আহমেদ রিজনসহ সরিষা ও সোহাগী ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল