হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী নব্য জেএমবির মো. সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ বুধবার ভোরে নগরীর আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম লোহাগাড়া উপজেলার উত্তর পাদুয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কাউন্টার টেররিজম কর্মকর্তারা বলছেন, সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তার অবস্থান বাংলাবাজারে পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সেলিম আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোড ব্যবহার করে চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তিনি চট্টগ্রাম শহরে মূল সড়ক ব্যবহার না করে আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাইপাস সড়কটি ব্যবহার করেছিল। তবে কোন জায়গা থেকে সেলিম বাংলাবাজারে এসেছিল সেই বিষয়ে কিছু জানায়নি সূত্রগুলো। 

কাউন্টার টেররিজম মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় গুহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে আদালত তাঁকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড হলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে ১২ জন গ্রেপ্তার রয়েছে। এদের মধ্যে কয়েকজনের জবানবন্দিতে সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উঠে এসেছে। ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপে দাবি করা হয়। তবে পুলিশ বলেছে, এটা স্থানীয় জঙ্গি নব্য জেএমবির কাজ।   

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা