চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এবার মামলা করেছে আরেক পক্ষ। আজ বুধবার সকালে নগরীর চকবাজার থানায় ইমন সিকদার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলাটি করেন। তিনি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
আসামিরা হলেন আহসানুল কবির রুমন (২১), জাহিদুল ইসলাম জিসান (২২), ইমতিয়াজ উদ্দিন চৌধুরী (২২), মো. আনিছ (২১), নাইমুল ইসলাম (২২), মো. ইফরাইন (২৩), এইচ আর মাহফুজুর রহমান (২৩), সাদ মোহাম্মদ গালিব (২১), মাহতাব উদ্দিন রাফি (২১), আসেফ বিন তাকি রিফাত (২১), তৌহিদুল হাসান তন্ময় (২৩), আহমেদ ফয়সাল (২১), পল্লব বিশ্বাস (২৩), মাহাদি বিন হাশিম, আল আমিন ইসলাম শিমুল ও মিনহাজ আরমান লিখন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, চমেকে মারামারির ঘটনায় শিক্ষার্থী ইমন সিকদার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। কেউ গ্রেপ্তার হয়নি এখনো।
মামলার বাদী ইমন সিকদার বলেন, গত ২৯ অক্টোবর রাত ১০টায় চমেকের ছাত্রাবাসের নিচতলায় আমাদের পাঁচ-সাতজনকে দা, ছোরা, কিরিচ, লোহার রড, হকিস্টিক দিয়ে এই ১৬ জন হামলা করে। এর আগে চকবাজার থানায় মাহমুদুল হাসান বাদী হয়ে নওফেল অনুসারী ১৬ জনকে আসামি করে মামলা করা হয়। তিনি সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
পরে চমেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিবকে মারধরের ঘটনায় ১৬ জনের নামে হত্যাচেষ্টার মামলা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থক হিসেবে পরিচিত পঞ্চম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান। মামলাটি করা হয় নগরীর পাঁচলাইশ থানায়।