হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে সংঘর্ষ: নাছির অনুসারীর ১৬ জনের বিরুদ্ধে নওফেল অনুসারীর মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এবার মামলা করেছে আরেক পক্ষ। আজ বুধবার সকালে নগরীর চকবাজার থানায় ইমন সিকদার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলাটি করেন। তিনি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। 

আসামিরা হলেন আহসানুল কবির রুমন (২১), জাহিদুল ইসলাম জিসান (২২), ইমতিয়াজ উদ্দিন চৌধুরী (২২), মো. আনিছ (২১), নাইমুল ইসলাম (২২), মো. ইফরাইন (২৩), এইচ আর মাহফুজুর রহমান (২৩), সাদ মোহাম্মদ গালিব (২১), মাহতাব উদ্দিন রাফি (২১), আসেফ বিন তাকি রিফাত (২১), তৌহিদুল হাসান তন্ময় (২৩), আহমেদ ফয়সাল (২১), পল্লব বিশ্বাস (২৩), মাহাদি বিন হাশিম, আল আমিন ইসলাম শিমুল ও মিনহাজ আরমান লিখন। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, চমেকে মারামারির ঘটনায় শিক্ষার্থী ইমন সিকদার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। কেউ গ্রেপ্তার হয়নি এখনো। 

মামলার বাদী ইমন সিকদার বলেন, গত ২৯ অক্টোবর রাত ১০টায় চমেকের ছাত্রাবাসের নিচতলায় আমাদের পাঁচ-সাতজনকে দা, ছোরা, কিরিচ, লোহার রড, হকিস্টিক দিয়ে এই ১৬ জন হামলা করে। এর আগে চকবাজার থানায় মাহমুদুল হাসান বাদী হয়ে নওফেল অনুসারী ১৬ জনকে আসামি করে মামলা করা হয়। তিনি সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। 

পরে চমেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিবকে মারধরের ঘটনায় ১৬ জনের নামে হত্যাচেষ্টার মামলা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থক হিসেবে পরিচিত পঞ্চম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান। মামলাটি করা হয় নগরীর পাঁচলাইশ থানায়। 

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য