ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বনের ঝোপে জীবিত এক নবজাত কন্যাকে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠের উল্টো পাশে (ঢাকা-সিলেট হাইওয়ের পাশে) ঝোপ থেকে ওই নবজাতককে উদ্ধার করে সরাইল থানার টহলরত পুলিশের দল।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। শিশুটিকে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন ঝোপে শিশুর কান্না শুনতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির বয়স অনুমান ২৪ থেকে ৪৮ ঘণ্টা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান আজকের পত্রিকাকে বলেন, শিশুটি সুস্থ রয়েছে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।