হোম > সারা দেশ > চট্টগ্রাম

আজ খুলছে আখাউড়া-আগরতলা রেলপথ, উদ্বোধন করবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যকার রেলযোগাযোগ। আজ বুধবার ভার্চুয়ালি আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার বেলা ১১টায় এই প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে বলে জানিয়েছে প্রকল্পের বাংলাদেশ অংশের পরিচালক আবু জাফর মিয়া।

আবু জাফর মিয়া জানান, উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এই রুটে। আন্তর্জাতিক এই রেলপথ চালুর পর দুই দেশের যোগাযোগব্যবস্থা যেমন সহজ করবে, তেমনি গতি আসবে আমদানি-রপ্তানি বাণিজ্যে।

এর আগে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের নবনির্মিত গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে পাঁচটি বগির একটি ট্রায়াল ট্রেন ছয়জন স্টাফ নিয়ে প্রথমবারের মতো ত্রিপুরার আগরতলার নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়। এর আগেও গত সেপ্টেম্বরের ১৪ তারিখে প্রথম ট্রায়াল রান চলে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ শুরু করে। প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ২৪ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। করোনা মহামারিসহ নানা সংকটে দেড় বছর মেয়াদি এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লেগেছে পাঁচ বছরেরও বেশি।

টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা বলেন, প্রকল্প, কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের কাজ প্রায় শেষের দিকে। উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথ। এই রেলপথে ৭৯ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে ভারতীয় অংশের নিশ্চিন্তপুর থেকে আগরতলা রেলস্টেশন পর্যন্ত রেলপথ তৈরির কাজও পুরোপুরি শেষ হয়নি। সে জন্য এখন নিশ্চিন্তপুর পর্যন্ত চলবে ট্রেন। পরে কাজ হলে আগরতলা রেলস্টেশন পর্যন্ত চলাচল করবে ট্রেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার