হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির তারুণ্যের সমাবেশে ক্রিকেটার তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের সমাবেশে ক্রিকেটার তামিম ইকবাল। ছবি: আজকের পত্রিকা

জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদেরা জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে তাঁদের সুযোগ দিতে হবে।’

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তামিম ইকবাল বলেছেন, ‘একজন স্পোর্টসম্যানের কথা হবে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল। তাই আমি জাতীয় দলে যেতে পারিনি। সুতরাং আগে মেনে নিতে হবে আমাদের কী ভুল ছিল।’

তামিম ইকবাল বলেন, ‘কেউ যদি অভিযোগ করেন, অমুকের কারণে জাতীয় দলে খেলতে পারেনি, তবে আমি সেটা বিশ্বাস করি না। আমরা কোন জায়গায় ভালো করতে পারি, যেভাবে আমরা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশা আল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে ১৫-২০ বছর আগে বাংলাদেশের স্পোর্টসে অনেকেই চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করতেন। আমরা সেই দিনগুলো আবার ফিরে পাব।’

খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল (মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তামিম বলেন, ‘স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি, সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু (আমীর খসরু মাহমুদের ছেলে) এবং হুম্মাম কাদের (সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে) ভাইয়ের সঙ্গেও।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, তাঁরা যখন সুযোগ পাবেন, তখন তাঁদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যে ধরনের খেলাধুলাই হোক না কেন, সেটাকে তাঁরা প্রমোট করবেন সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।’

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য