হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জন নিহত, আহত ১ 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এই হতাহতের ঘটনা ঘটেছে। আরেক স্থানে বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন এক নারী। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। প্রায় একই সময়ে কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের গার্ডে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে বলে জানা গেছে। বৃদ্ধ সাহাব উদ্দিন ও বালুশ্রমিক সাহাব উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা দুজনকেই মৃত বলে জানান। 

অন্যদিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতের প্রচণ্ড আওয়াজে বড়ঘোপ জেলেপাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশীলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তাঁর বোন রুমা দাশ জানিয়েছেন। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, কুতুবদিয়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন এবং এক নারী আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের