হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা বিএনপির সভাপতির নাম করে চাঁদাবাজি করতে গিয়ে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা এক যুবক জনতার মার খেয়ে পালিয়ে যান। 

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের তরপুরচণ্ডী এলাকায় পাসপোর্ট অফিসের ভেতরে এই ঘটনা ঘটে। 

আটক ব্যক্তির নাম মো. মামুন গাজী (৩২)। তিনি শহরের চেয়ারম্যানঘাট জিটি রোড দক্ষিণ এলাকার মোস্তফা গাজীর ছেলে। মারধর খেয়ে পালিয়ে যাওয়া ফজলু একই এলাকার। তবে তাঁর বাবার নাম জানা যায়নি। মারধরের আগে আরও এক ব্যক্তি পালিয়ে যান। 

পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক মো. ফারুক হোসেন বলেন, ‘সকাল থেকে আমরা পাসপোর্ট সেবা প্রার্থীদের কাজ করছিলাম। ওই সময় আটক মামুন আরও দুজনসহ অফিসের নিচতলায় মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করছিল এবং মামুন উচ্চ স্বরে বলতে থাকে এখানে আমাদের এত দিন ঢুকতে দেওয়া হয়নি। এখানকার কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং সে টাকা দাবি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে।’ 

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে আমি তাকে দ্বিতীয় তলায় একটি কক্ষে এনে জিজ্ঞাসা করলাম তোমার সমস্যা কি? কোনো কাজ থাকলে বলো। সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তাদের সঙ্গে একজন ফোন করে বোঝাচ্ছে তিনি জেলা বিএনপির সভাপতিকে ফোন দিচ্ছেন। আসলে সঠিক নয়। এই সময়ের মধ্যে তাদের একজন বলে, ‘‘এই উনি তো তোমাদের ভিডিও করছে।” এই কথা বলে আমার হাতে থাকা মূল্যবান ডিজিটাল ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মামুনকে আটকে রাখা হয়।’ 

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. ইউসুফ বলেন, ‘অফিসে উচ্চ স্বরে কথাবার্তা শুনে আমি গিয়ে দেখি আটক মামুনসহ তিনজন। তারা অফিসের পুরো শৃঙ্খলা নষ্ট করে ফেলেছে। তার কাছে আমি জানতে চাই কার বিরুদ্ধে অভিযোগ আমাকে বলেন, আমি ব্যবস্থা নিব। সে বলতে পারে না। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে আমার কক্ষে রাখা হয়। এখানে আমাদের আনসার সদস্য আছে। তার বিরুদ্ধে আমি অভিযোগ লিখে প্রস্তুত করছি। দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তার কাছে তাকে সোপর্দ করা হবে।’ 

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে আমি প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তাকে বলেছি আমার দলে হবে আগে শুদ্ধি অভিযান। আমরা নাম বলেও কেউ পার পাবে না। আমাকে তথ্য দেবেন। দুষ্কৃতকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল