হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়ি থেকে যুবককে ডেকে নেওয়ার পরদিন সেতুর নিচে মিলল লাশ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হোয়াইক্যং সড়কের ফরেস্ট অফিসের সামনে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত মিজানুর রহমান (২২) বালুখালী এলাকার মেহাম্মদ ইউছুপের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর মিজান বাড়ি থেকে বের হয়ে ফেরেনি। গভীর রাত পর্যন্ত না ফেরায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। সকালে খবর আসে মিজানের লাশ সেতুর নিচে পড়ে আছে। 

মিজানের মা রহিমা খাতুন বলেন, শুক্রবার রাতে মিজান বাড়িতে অটোরিকশা রেখে স্ত্রীকে মাংস রান্নার কথা বলে বের হয়ে যায়। পরে আবার বাড়িতে ফিরে আসে। এ সময় হোয়াইক্যং মুলাপাড়া এলাকার নুরুল আলম নামে এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। মধ্যরাতে মিজান আমার মোবাইলে ফোন করে শুধু ‘মা’ শব্দটি ডেকে মোবাইল কেটে দেন। পরে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাদাত হোসেন সিরাজী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়