হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী লীগের সমাবেশ: চট্টগ্রামের যেসব সড়কে বন্ধ থাকবে পরিবহন চলাচল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভা আগামী রোববার। এদিন নগরীর গুরুত্বপূর্ণ ৩৪টি সড়কে রোড ব্লকার ও ডাইভারশন পয়েন্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ ছাড়া এদিন সকাল থেকে রাত পর্যন্ত আন্তজেলা রুটে চলাচলকারী দূরপাল্লার বাস শহরে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ শুক্রবার সিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়—আগামী রোববার নগরের টাইগারপাস সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভার দিন সকাল ৮টা থেকে এই নির্দেশনা কার্যকর হবে। ভিভিআইপি, ভিআইপি, মন্ত্রীসহ শীর্ষ নেতৃবৃন্দদের গমনের সুবিধার্থে এই পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। 
 
সিএমপি ট্রাফিক বিভাগের পরিদর্শক অনিল বিকাশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘সমাবেশের সময় কোনো বড় গাড়ি প্রবেশ করতে পারবে না। কিছু সড়ক ব্লক করা হবে। সকাল ১০টা পর্যন্ত বিশেষ করে গণপরিবহনসহ ছোট কিছু যানবাহন চলাচল করতে দেওয়া হবে। এরপর সেগুলো ঘুরিয়ে অন্য রুট দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হবে। তবে ওই দিন সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত আন্তজেলার কোনো বাস শহরে ঢুকতে দেওয়া হবে না।’ 
 
অনিল বিকাশ আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য সকল প্রকার যানবাহন চালক, যাত্রী সাধারণ ও সমাবেশে অংশগ্রহণকারীদের যথাযথভাবে নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।’ 

সিএমপি ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী যেসব সড়কে প্রতিবন্ধকতা থাকবে—নগরীর হাই লেভেল রোড, ওয়াসা মোড়, জমিয়াতুল ফালাহ্ পশ্চিম গেট, লালখান বাজার ফ্লাইওভারের নামার মুখ, আলমাস মোড়, চানমারি রোড, ম্যাজিস্ট্রেট কলোনি রোড, সিটি করপোরেশন অফিস সংলগ্ন সড়ক, দেওয়ানহাট ব্রিজ, টাইগারপাস মোড়, আমবাগান রেলক্রসিং, কাজীর দেউড়ি, নেভাল অ্যাভিনিউ, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন সড়ক, রেলওয়ে অফিসার্স কলোনি, কুক আউট রেস্টুরেন্ট, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কাঠের বাংলো, ফ্রান্সিস রোড, আটমার্সিং, এনায়েত বাজার, পুরাতন রেল স্টেশন, কদমতলী মোড়, নিউ মার্কেট মোড়, সিটি কলেজ মোড়, ব্রিজ ঘাট, নতুন ব্রিজ, আখতারুজ্জামান ফ্লাইওভার, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় (পেনিনসুলা হোটেলের সামনে), আমবাগান রোড, জাকির হোসেন রোড, আগ্রাবাদ বাদামতলী মোড়ে রোড ব্লক ও ডাইভারশন পয়েন্ট বসানো হবে। 

মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ড্রপিং পয়েন্ট ও রেলওয়ে পাবলিক স্কুল মাঠ পার্কিং হিসেবে ব্যবহৃত হবে। সমাবেশে আসা গাড়িগুলো নতুন ব্রিজ গোল চত্বর, কদমতলী মোড়, ষোলশহর রেল স্টেশন, শহীদ শাহজাহান মাঠ ও আগ্রাবাদ বাদামতলী মোড়ে যাত্রী নামিয়ে কালামিয়া বাজার এক্সেস রোড, শুভপুর টার্মিনাল, ফরেস্ট গেট, বহদ্দারহাট টার্মিনাল, শহীদ শাহজাহান মাঠ, আগ্রাবাদ এক্সেস রোড ও অলংকার আলিফ গলি পার্কিং করতে পারবে। মুক্তিযোদ্ধা, ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমের গাড়িগুলো জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ, পুরাতন রেল স্টেশন ও প্যারেড গ্রাউন্ড মাঠ, শহীদ শাহজাহান মাঠ ও শুভপুর বাস টার্মিনালে পার্কিং হিসেবে ব্যবহৃত হবে। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়