হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অগ্নিকাণ্ডে রোহিঙ্গার মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অগ্নিকাণ্ডে আবুল হোসেন (৪৫) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ঝুপড়িঘরে একা বসবাস করতেন। 

ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ স্থানীয়দের সূত্রে বলেন, নিহত আবুল হোসেন প্রতিদিনের মতো সোমবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে আকস্মিক তাঁর বসতঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আবুল হোসেন মারা যান। 

এই কর্মকর্তা আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুনের ধ্বংসস্তূপ থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ টেকনাফ থানার পুলিশ হেফাজতে রয়েছে। 

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত আবুল হোসেন একজন পুরাতন রোহিঙ্গা। তিনি স্থানীয় এক ব্যক্তির বসতভিটায় একটি ঝুপড়িঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সেখানে একাই থাকতেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার