হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন: প্রতীক পেয়ে প্রার্থীদের গণসংযোগ শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা নির্বাচন সম্মেলনকক্ষে তাঁদের প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার চালানো শুরু করেছেন প্রার্থীরা।

আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু শহরের চকবাজার মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ শেষে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। একই মসজিদে জুমার নামাজ আদায় করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী মো. রাকিব হোসেন।

এর আগে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী মো. রাকিব হোসেন প্রতীক হিসেবে পেয়েছেন লাঙ্গল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক নৌকা, জাকের পার্টির শামছুল আলম খোকন পেয়েছেন গোলাপ ফুল, ন্যাশনাল পিপলস পাটির সেলিম মাহামুদ আম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আগামী ৫ নভেম্বর ভোট গ্রহণ হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

জানতে চাইলে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, ‘প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাচ্ছি। ভোটাররা সাড়া দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই আসন থেকে তাঁর বাবা প্রয়াত মোহাম্মদ উল্যাহ এমপি ও পৌরসভার চেয়ারম্যান হন। তিনি পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বাবার জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় পার্টির যে জনপ্রিয়তা রয়েছে, সেটা কাজে লাগিয়ে তিনি ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলো অংশ নিচ্ছে না।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়