হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী সীমান্তে গরু ও বিদেশি বিভিন্ন পণ্য জব্দ করল বিজিবি

ফেনী প্রতিনিধি

ফেনী সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, বিভিন্ন ধরনের বিদেশি পণ্যসহ প্রায় ১ কোটি টাকার মালপত্র জব্দ করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, বিভিন্ন ধরনের বিদেশি পণ্যসহ প্রায় ১ কোটি টাকার মালপত্র জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (২৫ মে) সকালে ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালপত্র জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ, পান, মসলা, ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।’

মোহাম্মদ মোশারফ হোসেন আরও জানান, জব্দ করা মালপত্র স্থানীয় কাস্টম অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল