হোম > সারা দেশ > নোয়াখালী

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, সেনবাগের বিএনপি নেতা আটক

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রহমানকে (৫৮) ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে সেনবাগ থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সেনবাগ থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকার ওই হোটেল থেকে আবদুর রহমানকে আটক করেন। পরে আজ রোববার তাঁকে সেনবাগ থানায় নিয়ে আসা হয়।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় আবদুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ছাতারপাইয়া চেয়ারম্যান মার্কেটে স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। শুক্রবার থেকে তাঁকে আটকের জন্য অভিযান পরিচালনা করে সেনবাগ থানার পুলিশ। তিনি তখন গা ঢাকা দিলেও আটক করা হয় আবদুর রহমানের ছেলে নাজমুল হাসান হৃদয়, কেশারপাড় গ্রামের ইয়াসিনের ছেলে ইসমাইল হোসেন রাকিব ও বসন্তপুর গ্রামের জালাল আহমদের ছেলে জুনায়েদকে।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী