হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকাসহ ২ ভাই আটক

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

আটক দুই ভাই। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ার আশরাফ আলী চৌধুরী বাড়ির আবদুর ছবুরের ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁদের আটক করা হয়।

আটক দুই ভাই হলেন—মো. আবদুল্লাহ্ আল নোমান (২৫) ও তাঁর ছোট ভাই মো. আবু হানিফ (২২)। তাঁরা আবদুর ছবুরের ছেলে।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানের সময় তাঁদের বড়ভাই মিজানুর রহমান বাবু (৩৫) পালিয়ে যান। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি তল্লাশি করে নগদ ১৮ লাখ উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরোনো টয়লেটের ভেতর থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার দুজের বিরুদ্ধে পরবর্তী আইনুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তারদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করে যৌথবাহিনী। ৫ আগস্টের পরই এটায় সবচেয়ে বড় অভিযান।

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ