হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৮ মে) নগরের চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (৩৬) ও সাজু কুমার বণিক (৩০)।

এ ঘটনায় আজ বিকেলে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এ সময় অভিষেকের কাছে থাকা ১৭ ভরি ওজনের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে উপকমিশনার জানান, লুট করা স্বর্ণের চারটি চুরি গলিয়ে তাঁরা একাধিক চুরি তৈরির পর কয়েকটি বাইরে বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণের চুরি ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের ওজন ১৫০ গ্রাম (১৩ ভরি), যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৫ হাজার টাকা।

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪