হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় আরও ৪ মরদেহ উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত জাহাজডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গা থেকে একটি এবং আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী ব্রিজের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকৃতরা হলেন ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, ডক কর্মচারী রহমত উল্লাহ, সাইফুল ইসলাম ও আবদুর রহিম। 

জানা গেছে, জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর মরদেহ নেভি গেট সংলগ্ন ৭ নম্বর জেটি এলাকা থেকে, জহিরুল ইসলামের মরদেহ ড্রাই ডকের বিপরীত পাশে কর্ণফুলী নদী থেকে, রহমত আলীর মরদেহ ২১ নম্বর ঘাটের পাশে মেরিন একাডেমি-সংলগ্ন এলাকা থেকে এবং সাইফুল ইসলামের মরদেহ সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জাহাজটির নিবন্ধনকারী সংস্থা নৌবাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। ওই জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিল। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। 

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ