হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দীপে বাল্কহেড ডুবির ঘটনায় ৩ লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দীপে বাল্কহেড ডুবির ঘটনায় সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাটঘর সংলগ্ন সাগর উপকূল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করা হলো। তবে এ ঘটনায় আরও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

নিহত সোনা মিয়া (৫০) কক্সবাজার জেলার মহেশখালী থানার রাজঘাট এলাকার সালেহ আহম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। 

এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সমুদ্র সৈকত থেকে নবীর হোসেন (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যায় একই সাগর উপকূল থেকে মো. মান্নান (২৬) নামের আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তাঁরা দুজনে লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার সবুজ এলাকার বাসিন্দা। 

গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়। এতে নিখোঁজ হন ওই বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান, আবদুল হান্নান, সোনা মিয়া ও নবীর হোসেন। এ ঘটনায় চার শ্রমিককে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনায় বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নিখোঁজ চার শ্রমিকের মধ্যে নবীর, মান্নান ও সোনা মিয়ার মরদেহ পাওয়া গেল। তবে এখনো এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক আবু সাঈদ জানান, সোনা মিয়ার মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে আজ রাত সাড়ে ১০টার দিকে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে