হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

জাবেদ আহমদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝি জাবেদ আহমদের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নদীর হামিদচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় তিনি নদীতে নিখোঁজ হন।

জাবেদ আহমদের ছোট ভাই মীর আহমদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধারের পর রাত ১টার দিকে দাফন করা হয়েছে।

জাবেদ আহমদ কর্ণফুলী উপজেলার শিকলবাহার ১ নম্বর ওয়ার্ড বাইট্টা গোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিকলবাহা এলাকা থেকে নিজের নৌকায় দুজন যাত্রীকে কর্ণফুলী নদীর কোলাগাঁও এলাকায় ভাসমান একটি বাল্কহেডে (নৌযান) নিয়ে যান জাবেদ। ওই বাল্কহেডের সঙ্গে নৌকাটি রশি দিয়ে বেঁধে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন। এ সময় রশি খুলে নৌকাটি ভেসে যাচ্ছিল। নিজের নৌকা ধরতে বাল্কহেড থেকে নদীতে ঝাঁপ দেন জাবেদ। কিছু দূর সাঁতরে যাওয়ার পর তিনি পানিতে তলিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাঝি জাবেদ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই