হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

জাবেদ আহমদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝি জাবেদ আহমদের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নদীর হামিদচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় তিনি নদীতে নিখোঁজ হন।

জাবেদ আহমদের ছোট ভাই মীর আহমদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধারের পর রাত ১টার দিকে দাফন করা হয়েছে।

জাবেদ আহমদ কর্ণফুলী উপজেলার শিকলবাহার ১ নম্বর ওয়ার্ড বাইট্টা গোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিকলবাহা এলাকা থেকে নিজের নৌকায় দুজন যাত্রীকে কর্ণফুলী নদীর কোলাগাঁও এলাকায় ভাসমান একটি বাল্কহেডে (নৌযান) নিয়ে যান জাবেদ। ওই বাল্কহেডের সঙ্গে নৌকাটি রশি দিয়ে বেঁধে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন। এ সময় রশি খুলে নৌকাটি ভেসে যাচ্ছিল। নিজের নৌকা ধরতে বাল্কহেড থেকে নদীতে ঝাঁপ দেন জাবেদ। কিছু দূর সাঁতরে যাওয়ার পর তিনি পানিতে তলিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাঝি জাবেদ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল