হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

জাবেদ আহমদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝি জাবেদ আহমদের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নদীর হামিদচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় তিনি নদীতে নিখোঁজ হন।

জাবেদ আহমদের ছোট ভাই মীর আহমদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাত ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধারের পর রাত ১টার দিকে দাফন করা হয়েছে।

জাবেদ আহমদ কর্ণফুলী উপজেলার শিকলবাহার ১ নম্বর ওয়ার্ড বাইট্টা গোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিকলবাহা এলাকা থেকে নিজের নৌকায় দুজন যাত্রীকে কর্ণফুলী নদীর কোলাগাঁও এলাকায় ভাসমান একটি বাল্কহেডে (নৌযান) নিয়ে যান জাবেদ। ওই বাল্কহেডের সঙ্গে নৌকাটি রশি দিয়ে বেঁধে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন। এ সময় রশি খুলে নৌকাটি ভেসে যাচ্ছিল। নিজের নৌকা ধরতে বাল্কহেড থেকে নদীতে ঝাঁপ দেন জাবেদ। কিছু দূর সাঁতরে যাওয়ার পর তিনি পানিতে তলিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাঝি জাবেদ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক