হোম > সারা দেশ > খাগড়াছড়ি

কল্পনা চাকমাকে সহযোগিতার হাত বাড়ালেন ‘জদাবল গ্রুপ’

প্রতিনিধি, মহালছড়ি (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ঘাটঘর পাড়া গ্রামের গৃহহীন অসহায় বিধবা কল্পনা চাকমাকে একটি ছাগল ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভার্চ্যুয়াল ভাবে গঠিত ‘জদাবল’ নামের একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। জদবল গ্রুপের প্রধান উদ্যোক্তা সুনেন্টু চাকমার মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহালছড়ি বাজার থেকে জদাবল গ্রুপের পক্ষ থেকে সুনেন্টু চাকমার পাঠানো ৪ হাজার টাকায় সাংবাদিক মিল্টন চাকমা’র মাধ্যমে একটি ছাগল কিনে কল্পনা চাকমাকে প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক রত্ন উজ্জল চাকমা, উক্ত এলাকার কর্মী দীপা চাকমা।

সুনেন্টু চাকমা বলেন, কলেজজীবন থেকেই তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অতীতেও তিনি অনেকগুলো মানবিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি সেই সংগঠনের সঙ্গে নানা কারণে জড়িত না থাকলেও ভার্চুয়ালভাবে বন্ধুবান্ধবদের নিয়ে মানবিক সহায়তার জন্য ‘জদাবল’ নামে একটি ফেসবুক গ্রুপ খোলেন।

এ গ্রুপের মাধ্যমে বিভিন্ন এলাকায় গরিব ও অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। গত ৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় “টাকা না দেওয়ায় ঘর জোটেনি” শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর কল্পনা চাকমা’র দুরবস্থার কথা জানতে পারেন সুনেন্টু চাকমা। তারপর থেকেই তিনি কল্পনা চাকমাকে সহযোগিতার কথা চিন্তি করেন। এই লক্ষ্যে কল্পনা চাকমাকে ছাগল উপহার প্রদানের সিদ্ধান্ত নেন।

সুনেন্টু বলেন, আমি মনে করি অসহায় বিধবা কল্পনা চাকমা ছাগল পালন করে কিছুটা হলেও অভাব দূর করতে পারবেন। এ ছাড়া কল্পনা চাকমা’র সব সময় খোঁজখবর রাখবেন বলে জানান তিনি।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ