হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের ৩ দিনের রিমান্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার রোহিঙ্গা যুবককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ভোটার আইডি ও জন্মনিবন্ধন তৈরির সঙ্গে জড়িতদের মামলায় সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলমের আদালত এ আদেশ দেন। এ ছাড়া বিষয়টি দুদককে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। পরের দিন শুক্রবার সদর থানায় এ-সংক্রান্ত একটি মামলা দায়ের করে পুলিশ। আজ আদালতে হাজির করে ওই রোহিঙ্গা যুবকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা যায়, ১৯৮৬ সালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে আসেন মাতালম। তখন তাঁর বয়স ছিল চার-পাঁচ বছর। এর পর থেকে মাতালম বড় পিলাকে থাকতেন। তাঁর বাবার নাম আবু সৈয়দ। মায়ের নাম রহিমা খাতুন। তাঁরা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। মাতালম বিয়ে করেছেন আট-নয় বছর আগে। শ্বশুরবাড়ির বদৌলতে বড়পিলাক থেকেই ভোটার ও জন্মনিবন্ধন করেছেন মাতালম—প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট