হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের ৩ দিনের রিমান্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার রোহিঙ্গা যুবককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ভোটার আইডি ও জন্মনিবন্ধন তৈরির সঙ্গে জড়িতদের মামলায় সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলমের আদালত এ আদেশ দেন। এ ছাড়া বিষয়টি দুদককে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। পরের দিন শুক্রবার সদর থানায় এ-সংক্রান্ত একটি মামলা দায়ের করে পুলিশ। আজ আদালতে হাজির করে ওই রোহিঙ্গা যুবকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা যায়, ১৯৮৬ সালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে আসেন মাতালম। তখন তাঁর বয়স ছিল চার-পাঁচ বছর। এর পর থেকে মাতালম বড় পিলাকে থাকতেন। তাঁর বাবার নাম আবু সৈয়দ। মায়ের নাম রহিমা খাতুন। তাঁরা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। মাতালম বিয়ে করেছেন আট-নয় বছর আগে। শ্বশুরবাড়ির বদৌলতে বড়পিলাক থেকেই ভোটার ও জন্মনিবন্ধন করেছেন মাতালম—প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়