হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটির কাউখালীতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ঘিরে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া রাবারবাগান এলাকার চেয়ারম্যানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে নিহত হন চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার তৈয়ব আলী (৪৫), বেতবুনিয়ার তালুকদারপাড়ার নূরনাহার বেগম (৪০), চট্টগ্রামের হাটহাজারীর মাহবুবুর রহমান (৫০), রাউজানের জয়নাল আবেদীন (৬০) ও অটোরিকশার চালক চট্টগ্রামের ভাটিয়ারীর ইজাজুল (২৫)। সেই সঙ্গে আহত মিনু মারমাকে (৩৫) চট্টগ্রামে নেওয়ার পথে জেকে মেমোরিয়াল হাসপাতালে মারা যান তিনি। তাঁর বাড়ি বেতবুনিয়ার ডাবুয়া এলাকায়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বেতবুনিয়া সাহেরি বাজারে ছিল হাটের দিন। হাট থেকে কেনাকাটা শেষে অটোরিকশায় করে রাঙ্গুনিয়ার দিকে বাড়িতে ফিরছিলেন পাঁচ যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন তিনজন পুরুষ ও দুজন নারী। চেয়ারম্যানপাড়ায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও চার যাত্রী প্রাণ হারান। আহত এক যাত্রীকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। পিকআপটি জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক