হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটির কাউখালীতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ঘিরে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া রাবারবাগান এলাকার চেয়ারম্যানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে নিহত হন চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার তৈয়ব আলী (৪৫), বেতবুনিয়ার তালুকদারপাড়ার নূরনাহার বেগম (৪০), চট্টগ্রামের হাটহাজারীর মাহবুবুর রহমান (৫০), রাউজানের জয়নাল আবেদীন (৬০) ও অটোরিকশার চালক চট্টগ্রামের ভাটিয়ারীর ইজাজুল (২৫)। সেই সঙ্গে আহত মিনু মারমাকে (৩৫) চট্টগ্রামে নেওয়ার পথে জেকে মেমোরিয়াল হাসপাতালে মারা যান তিনি। তাঁর বাড়ি বেতবুনিয়ার ডাবুয়া এলাকায়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বেতবুনিয়া সাহেরি বাজারে ছিল হাটের দিন। হাট থেকে কেনাকাটা শেষে অটোরিকশায় করে রাঙ্গুনিয়ার দিকে বাড়িতে ফিরছিলেন পাঁচ যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন তিনজন পুরুষ ও দুজন নারী। চেয়ারম্যানপাড়ায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও চার যাত্রী প্রাণ হারান। আহত এক যাত্রীকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। পিকআপটি জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল