হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্যাস লিকেজ থেকে অটোরিকশায় আগুন, একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে পুড়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

অগ্নিদগ্ধরা হলেন—জোসনা বেগম (২৮), বিলকিস বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। আহতদের বাড়ি কর্ণফুলী উপজেলার গোদারপাড় গ্রামে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনার পর আহতদের চমেক হাসপাতালের ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি কর্ণফুলী থেকে যাত্রী নিয়ে নগরের বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশার সিলিন্ডারে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। এতে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়। 

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটির আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে। গাড়ির নম্বর আগুনে পুড়ে যাওয়ায় রেজিস্ট্রেশন নম্বর এখনো শনাক্ত করা যায়নি।

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১