হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্যাস লিকেজ থেকে অটোরিকশায় আগুন, একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে পুড়ে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

অগ্নিদগ্ধরা হলেন—জোসনা বেগম (২৮), বিলকিস বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। আহতদের বাড়ি কর্ণফুলী উপজেলার গোদারপাড় গ্রামে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনার পর আহতদের চমেক হাসপাতালের ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি কর্ণফুলী থেকে যাত্রী নিয়ে নগরের বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশার সিলিন্ডারে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। এতে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়। 

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটির আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে। গাড়ির নম্বর আগুনে পুড়ে যাওয়ায় রেজিস্ট্রেশন নম্বর এখনো শনাক্ত করা যায়নি।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের