হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে রাকিব হোসেন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব হোসেন উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বাচ্চুর ছেলে। সে উপজেলার একই ইউনিয়নের আল আমিন বাজার দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।

খবর পেয়ে রাতে চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাকিবের পরিবার এ বছর দেড় একর জমিতে বোরো ধানের চাষ করে। প্রতিদিন সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেয় এই পরিবার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাকিব ও তার বাবা ধানের জমিতে পানি দিতে যান। একপর্যায়ে রাকিব জমিতে ফুটো হয়ে যাওয়া তারের অংশে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

এ বিষয়ে নিহতের বাবা আবদুল জলিল বাচ্চু জানান, সারা দিন রোজা রাখার পর বাবা-ছেলে মিলে সন্ধ্যায় বোরো ধানের জমিতে পানি দিতে গেলাম। বিদ্যুতের তারে ফুটো থাকায় সুইচ দেওয়ার পর সেচ পাম্প চালু হয়নি। পরে তারে কোনো সমস্যা আছে কি না, যাচাই করতে যায় রাকিব। ছেলের কাছে বিদ্যুতের তারের সমস্যা ধরা পড়েনি। সে চিৎকার দিয়ে বলে তারে কোনো সমস্যা নেই। ছেলে জানানোর পরে আমি সুইচ চালু করি। সে সময় তাড়া থাকায় ছেলেকে না নিয়ে আমি তারাবির নামাজ পড়তে চলে যাই। পরে বৈদ্যুতিক তার ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় রাকিব। তারাবির নামাজ শেষ করে ছেলেকে না দেখতে পেয়ে জমিতে খুঁজতে গেলে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখি। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন এসে রাকিবের নিথর দেহ উদ্ধার করে। 

চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে