হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ের লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ শুরু 

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বাড়াতে রাঙামাটির ১০ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।

এ সময় তিনি বলেন, বিগত সময়ে চেয়ে পার্বত্য চট্টগ্রামে লেবু জাতীয় ফলের চাষ বেড়েছে। এক সময় নির্দিষ্ট এলাকায় এসব লেবু জাতীয় ফল চাষ হলেও এখন সবখানে চাষ হচ্ছে। এতে করে চাষিরা লাভবান হচ্ছে।

তপন কুমার পাল আরও বলেন, রাঙামাটির নানিয়াচরের কমলা এখন পুরো দেশে জনপ্রিয় কমলা হিসেবে পরিচিতি। পাশাপাশি লেবু, জাম্বুরার উৎপাদন বেড়েছে। এসব লেবু জাতীয় ফল স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। পাহাড়ে যেহেতু অনাবাদি জমি পড়ে আছে সেগুলোতে লেবু জাতীয় ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। কারণ এ লেবুজাতীয় ফল চাষ এখন লাভজনক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা, রাঙামাটি বনরুপা হর্টিকালচারে উপপরিচালক কাজী শফিকুল ইসলাম।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল