হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্দোলনের সময় সড়কবাতি বন্ধ, চসিকের প্রকৌশলী বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদ্যুৎ উপবিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোটাসংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের যেসব এলাকায় ছাত্র-জনতা জড়ো হয়েছিলেন সেখানে সড়কবাতি বন্ধ রাখার অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বরখাস্ত হওয়া এই কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। 

চসিক সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা বুধবার দুপুরে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তাঁরা দুটি দাবি জানান। 

সেই দাবিগুলো হলো,৩–৫ আগস্ট ঝুলন কুমার দাশের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সড়কবাতি নেভানো ছিল, যার ফলে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্ররা নিরাপত্তাহীনতার শিকার হন। 

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দূর্নীতির প্রকাশিত সংবাদ উপস্থাপন করেন। তাঁরা বেলা ৩টা থেকে ১ ঘণ্টার মধ্যে ঝুলন কুমার দাশকে চাকরি থেকে বরখাস্ত করা না হলে সংবাদ সম্মেলন করে তাঁর বিভিন্ন দুর্নীতির তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরার ঘোষণা দেন। এরপরই ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ. দা.) ঝুলন কুমার দাশকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

তিনি বলেন, ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দূর্নীতির অভিযোগ তদন্তে জরুরি তদন্ত করার জন্য প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে আহ্বায়ক ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব করে কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন। 

মেয়রের সহকারীর পদত্যাগ 
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সহকারী হোসেন আওরঙ্গজেব শিবলু গতকাল মঙ্গলবার চাকরি থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। ছাত্ররা লিখিতভাবে আরও কিছু দাবি জানিয়েছেন সেগুলোও গ্রহণ করা হয়েছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প