হোম > সারা দেশ > চট্টগ্রাম

এস আলমের গাড়ি–কাণ্ড: তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামে এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরানোর কাণ্ডে বিএনপির তিন নেতাকে সতর্ক করে তাঁদের প্রাথমিক সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। আজ বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়া নেতারা হলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।

এর আগে চলতি বছরের আগস্টের শেষ দিকে চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকার একটি ওয়্যারহাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুর্নীতিতে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের এসব গাড়ি গোপনে সরানোর অভিযোগ ওঠে। এতে বিএনপির ওই তিন নেতার তদারকিতে বিলাসবহুল এসব গাড়ি পার করে দেওয়া হচ্ছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের মেয়ের শ্বশুর মীর গ্রুপের আবদুস সালাম। তিনি অভিযুক্ত বিএনপি নেতা এনামুল হক এনামের মামাতো ভাই। যে ওয়্যার হাউস থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় সেটি মীর গ্রুপের।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর বিএনপির এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্তের পাশাপাশি এই তিন নেতার প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করা হয়। তাঁরা কোনো কোনো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগের দিন তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আজ বিজ্ঞপ্তিতে তাঁদের সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যসহ আপনার সকল সদস্যপদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

এতে আরও বলা হয়, এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল