চট্টগ্রামের সীতাকুণ্ডে পণ্যবাহী ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে বাসে থাকা আরও ১০ জন যাত্রী। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর আবুল খায়ের কারখানার গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফেনী সোনাগাজী এলাকার বাসিন্দা ও গ্রামবাংলা বাসের চালক মো. নুরের নবী শিমুল (২৪) এবং কুমিল্লার বাসিন্দা বাসযাত্রী গৌতম ভৌমিক (৫০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী গ্রামবাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে মহাসড়কের শীতলপুর আবুল খায়ের কারখানা গেট এলাকা অতিক্রমকালে একই মুখী পণ্যবাহী একটি ট্রাকের পেছনে সজোর ধাক্কা দেয়। এ সময় দুমড়েমুচড়ে যাওয়া বাসের সামনে থেকে চালক শিমুল লাফিয়ে নিচে নামলে বাসটি চালককে চাপা দেয়। দুর্ঘটনায় চালক শিমুলের পাশাপাশি বাসের সামনের অংশে থাকা আরেক বাসযাত্রী গৌতম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হয় বাসে থাকা আরও ১০ যাত্রী। দুর্ঘটনা পরবর্তীকালে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশ।