হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, লাফ দিয়ে পড়া চালকসহ নিহত ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পণ্যবাহী ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে বাসে থাকা আরও ১০ জন যাত্রী। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর আবুল খায়ের কারখানার গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন ফেনী সোনাগাজী এলাকার বাসিন্দা ও গ্রামবাংলা বাসের চালক মো. নুরের নবী শিমুল (২৪) এবং কুমিল্লার বাসিন্দা বাসযাত্রী গৌতম ভৌমিক (৫০)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামমুখী গ্রামবাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে মহাসড়কের শীতলপুর আবুল খায়ের কারখানা গেট এলাকা অতিক্রমকালে একই মুখী পণ্যবাহী একটি ট্রাকের পেছনে সজোর ধাক্কা দেয়। এ সময় দুমড়েমুচড়ে যাওয়া বাসের সামনে থেকে চালক শিমুল লাফিয়ে নিচে নামলে বাসটি চালককে চাপা দেয়। দুর্ঘটনায় চালক শিমুলের পাশাপাশি বাসের সামনের অংশে থাকা আরেক বাসযাত্রী গৌতম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হয় বাসে থাকা আরও ১০ যাত্রী। দুর্ঘটনা পরবর্তীকালে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশ। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার পর বাসচালকসহ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনা শিকার বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা