তিতাস উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অপরাধে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে।
সোমবার রাত সাড়ে ৯টায় ওএমএসের ৩৫ বস্তা চাল উপজেলার আসমানিয়া বাজার থেকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, ‘জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিতাস থানার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত ডিলার জহিরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।