হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে ওএমএসের চাল পাচার: ডিলারের কারাদণ্ড

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

চাল পাচারের অপরাধে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জহিরুল ইসলামকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা

তিতাস উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অপরাধে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে।

সোমবার রাত সাড়ে ৯টায় ওএমএসের ৩৫ বস্তা চাল উপজেলার আসমানিয়া বাজার থেকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, ‘জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিতাস থানার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত ডিলার জহিরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত