হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করার অভিযোগে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম আদালতে ভিওটিটি ওয়েল রিফাইনারীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসটিআই আইনে একটি মামলা হয়। বিএসটিআই পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। ওই মামলায় মহানগর হাকিমের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এর আগে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এই রিফাইনারিতে বিএসটিআই’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সংগ্রহকৃত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন নমুনা পরীক্ষা করা হয়। 

আশরাফ খন্দকার বলেন, নমুনা পরীক্ষায় ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেলে মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম ভিটামিন ‘এ’ এর উপস্থিতি পাওয়া যায়। যেখানে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মান রয়েছে ১৫ / ৩০ মিলিগ্রাম। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ওনারা দীর্ঘদিন ধরে এসব তেল বাজারজাত করে আসছিলেন। এটা ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ। 

এসব নিম্নমানের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান তিনি। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত