হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করার অভিযোগে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম আদালতে ভিওটিটি ওয়েল রিফাইনারীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসটিআই আইনে একটি মামলা হয়। বিএসটিআই পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। ওই মামলায় মহানগর হাকিমের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এর আগে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এই রিফাইনারিতে বিএসটিআই’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সংগ্রহকৃত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন নমুনা পরীক্ষা করা হয়। 

আশরাফ খন্দকার বলেন, নমুনা পরীক্ষায় ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেলে মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম ভিটামিন ‘এ’ এর উপস্থিতি পাওয়া যায়। যেখানে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মান রয়েছে ১৫ / ৩০ মিলিগ্রাম। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ওনারা দীর্ঘদিন ধরে এসব তেল বাজারজাত করে আসছিলেন। এটা ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ। 

এসব নিম্নমানের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান তিনি। 

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি