হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেল ভিটামিন এ সমৃদ্ধ না করে বাজারজাত করার অভিযোগে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ৪র্থ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম আদালতে ভিওটিটি ওয়েল রিফাইনারীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসটিআই আইনে একটি মামলা হয়। বিএসটিআই পরিদর্শক রাজীব দাশ গুপ্ত বাদী হয়ে এই মামলা করেন। ওই মামলায় মহানগর হাকিমের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এর আগে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এই রিফাইনারিতে বিএসটিআই’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সংগ্রহকৃত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন নমুনা পরীক্ষা করা হয়। 

আশরাফ খন্দকার বলেন, নমুনা পরীক্ষায় ‘তীর’ ব্রান্ডের সয়াবিন তেলে মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম ভিটামিন ‘এ’ এর উপস্থিতি পাওয়া যায়। যেখানে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মান রয়েছে ১৫ / ৩০ মিলিগ্রাম। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করে ওনারা দীর্ঘদিন ধরে এসব তেল বাজারজাত করে আসছিলেন। এটা ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ। 

এসব নিম্নমানের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান তিনি। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড