হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ

রাঙামাটি প্রতিনিধি 

মিডওয়াইফারি ও নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ সভা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনতে মিডওয়াইফারি ও নার্সিং সেবা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), পার্বত্য জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল।

এর অংশ হিসেবে সংস্থা তিনটি মিডওয়াইফারি ও নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আজ সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে এক অবহিতকরণ সভা করেছে। এতে ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সাবেক সিভিল সার্জন উদয় শংকর দেওয়ান ও গ্রিন হিলের কর্মকর্তা সাইলু মং মারমা।

মিডওয়াইফারি ও নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ সভা। ছবি: আজকের পত্রিকা

সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চাহিদা থাকা সত্ত্বেও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত মিডওয়াইফ ও নার্স না থাকায় পদগুলো খালি পড়ে আছে। বাইরে থেকে কাউকে পদায়ন করা হলেও দুর্গম অবস্থার কারণে তাঁরা কর্মস্থলে থাকতে চান না। ফলে তাঁরা বদলি হয়ে চলে যান।

সভায় আরও জানানো হয়, এ বছর পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো শিক্ষার্থী মিডওয়াইফারি ও নার্সিংয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলে সরকারিভাবে তাঁদের বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি কোর্স সম্পন্ন করলে চাকরির ব্যবস্থা করা হবে। এ জন্য আসন্ন নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করতে তাঁদের পড়াশোনায় মনোযোগী হওয়ার অনুরোধ জানানো হয়।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল