হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ

রাঙামাটি প্রতিনিধি 

মিডওয়াইফারি ও নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ সভা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রামে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনতে মিডওয়াইফারি ও নার্সিং সেবা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), পার্বত্য জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল।

এর অংশ হিসেবে সংস্থা তিনটি মিডওয়াইফারি ও নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে আজ সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে এক অবহিতকরণ সভা করেছে। এতে ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সাবেক সিভিল সার্জন উদয় শংকর দেওয়ান ও গ্রিন হিলের কর্মকর্তা সাইলু মং মারমা।

মিডওয়াইফারি ও নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ সভা। ছবি: আজকের পত্রিকা

সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চাহিদা থাকা সত্ত্বেও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত মিডওয়াইফ ও নার্স না থাকায় পদগুলো খালি পড়ে আছে। বাইরে থেকে কাউকে পদায়ন করা হলেও দুর্গম অবস্থার কারণে তাঁরা কর্মস্থলে থাকতে চান না। ফলে তাঁরা বদলি হয়ে চলে যান।

সভায় আরও জানানো হয়, এ বছর পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো শিক্ষার্থী মিডওয়াইফারি ও নার্সিংয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলে সরকারিভাবে তাঁদের বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি কোর্স সম্পন্ন করলে চাকরির ব্যবস্থা করা হবে। এ জন্য আসন্ন নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো করতে তাঁদের পড়াশোনায় মনোযোগী হওয়ার অনুরোধ জানানো হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত