হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ১৬ ট্যাপেন্টাডল বড়িসহ গ্রেপ্তার ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ১৫ হাজার ৯০০টি নেশা জাতীয় বড়ি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে উপজেলার শশীদল থেকে বাগরাগামী সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এ সব উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।

গ্রেপ্তারকৃত হলেন, অটোরিকশার চালক মো. সফিক (৩২)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল থেকে বাগরাগামী সড়কে গতকাল (রোববার) রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক অটোরিকশাটি থামায় এবং ডিবি পুলিশ চিনতে পেরে অটোরিকশার দুই যাত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে অটোরিকশার চালককে গ্রেপ্তার করে।

পরে অটোরিকশাটি তল্লাশি করে পেছনের নিচে মালামাল রাখার স্থানে একটি কাগজের কার্টনের ভেতরে থেকে নিষিদ্ধ ১৫ হাজার ৯০০ নেশা জাতীয় ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার হয়। পরে অটোরিকশাটি জব্দ করা হয়।

ওসি রাজেস বড়ুয়া জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সিএনজিচালক সফিক পালিয়ে যাওয়া দুজনের নাম পরিচয় প্রকাশ করে। একজন হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর এলাকার জসিম (৪৫), অপরজন হলেন মো. সেলিম (৫০)। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল