হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিপোর আগুন পুরোপুরি নিভে গেছে: সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে চার দিন পর সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে। আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন। 

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোথাও আগুন নেই। তবে কিছু জায়গায় ধোঁয়া আছে। কনটেইনারের ভেতরে রপ্তানি পোশাকের পণ্য আছে। সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’ 

এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে প্রায় ৪০০ কনটেইনার আগুনে ধ্বংস হয়েছে। প্রকৃত সংখ্যাটা অভিযান সমাপ্ত করার পর বলতে পারব। শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করে আগুন যাতে আর না বাড়ে এবং আর কোনো বিস্ফোরণ যাতে না ঘটে, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি।’

আরিফুল ইসলাম হিমেল বলেন, ‘আজ আর কোনো মরদেহ পাওয়া যায়নি। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি। আগুনে ডিপোর একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেইনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এগুলোর নিচে আগুন আছে কি না, তা এখন বলা সম্ভব নয়।’ 

সেনাবাহিনী থেকে আগুন নিভে গেছে জানানো হলেও এখন পর্যন্ত আগুন নির্বাপণ ঘোষণা করেনি ফায়ার সার্ভিস। এ সম্পর্কে জানতে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে মোবাইল অপারেটর জানান, এখনো আগুন নির্বাপণ ঘোষণা করা হয়নি। 

তবে ঘটনাস্থলে থাকা স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে এখন আর কোনো আগুন নেই। এখন ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ