হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩ পার্বত্য জেলায় কঠিন চীবরদান উদ্‌যাপন না করার সিদ্ধান্ত

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে নিরাপত্তাহীনতার অভিযোগে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বৌদ্ধদের অন্যতম উৎসব কঠিন চীবরদান উদ্‌যাপন না করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার রাঙামাটি বনরূপা মৈত্রী বিহারে সংবাদ সম্মেলনে এই কথা জানান পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে এ বছর পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবরদান উদ্‌যাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের বলেন, ‘গত ১৮ ও ২০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর খাগড়াছড়ি–রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন আদিবাসী ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় বিভিন্ন মন্দির, বুদ্ধমূর্তি ভাঙচুর ও দানবাক্স লুট করা হয়।’ 

ভিক্ষু সংঘের সভাপতি অভিযোগ করে আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এমন সহিংসতার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত যত সাম্প্রদায়িক হামলা হয়েছে তার কোনো বিচার হয়নি। নামেমাত্র তদন্ত কমিটি করা হয়, যা আলোর মুখ দেখে না। প্রশাসনের প্রতি আস্থা না থাকার পাশাপাশি বৌদ্ধসমাজসহ ভিক্ষু সংঘ উদ্বিগ্ন ও শঙ্কিত। এমন নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার কারণে পার্বত্য চট্টগ্রামের সব বিহারে কঠিন চীবরদান না করার ঘোষণা দেওয়া হয়েছে।’ 

এ সময় বনভান্তে শিষ্য সংঘ বাংলাদেশের সহসভাপতি ভদন্ত সৌরজগৎ মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদ বান্দরবানের ভদন্ত তেজপ্রিয় মহাথের, রাজ নিকার মার্গ চিৎমরম কাপ্তাইয়ের সহসভাপতি জ্ঞানবংশ মহাথের, ত্রিরত্ন ভিক্ষু অ্যাসোসিয়েশন বাংলাদেশের ভদন্ত আপ্রাশ্রী মহাথের, খাগড়াছড়ি শাসনা রক্ষিতা ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত সুমনা মহাথেরসহ তিন পার্বত্য জেলার ১৫টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে পরবর্তী এক মাস বৌদ্ধবিহারগুলোতে এ চীবরদান অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামে প্রায় দুই হাজার অধিক বৌদ্ধবিহার রয়েছে। চীবরদান উৎসব বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সরকারিভাবে এ উৎসবে অনুদান প্রদান করা হয়।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক