ফেনীতে বিদ্যুতায়িত হয়ে খান মোহাম্মদ আব্দুল হান্নান (৩৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে শর্শদি ইউনিয়নের হাসেম চেয়ারম্যান বাড়িতে (নিজ বাড়ি) বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আবুল কালামের ছেলে।
নিহতের চাচা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাসেম জানান, আবদুল হান্নান নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাঁকে বাড়ির লোকজন ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি ফেনী সদর হাসপাতালের মর্গে থেকে বাড়িতে নেওয়া হয়েছে। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান ইউপি চেয়ারম্যান আবদুল হাসেম।