হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে ঘরের তালা ভাঙতেই মিলল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকা থেকে জাহিদ হাসান জয় (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানকার এক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি আবিষ্কার করে পুলিশ। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত জাহিদ হাসান জয় কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম শিফটের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় মো. দুলাল উদ্দিনের ছেলে। 

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের বাসায় ভাড়া থাকতেন জয়। মো. নবী হোসেন বলেন, ‘ছেলেটি আমার বাসার ওই কক্ষে একা ভাড়া থাকত। সে অত্যন্ত ভদ্র প্রকৃতির ছিল। নিয়মিত ভাড়া পরিশোধ করত। কিন্তু কেন সে আত্মহত্যা করেছে সে বিষয়ে বলতে পারছি না।’ 

স্থানীয় ইউপি সদস্য মো. ইমাম আলী জানান, একই ভবনে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থী ওই রুম থেকে গন্ধ বের হতে দেখে নিচে এসে বাজারের ব্যবসায়ীদের জানান। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে তাঁরা এসে ঘরের তালা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এদিকে ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি, গত ৬ এপ্রিল শবে কদরের রাতে আনুমানিক ১০টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।’ 

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার