হোম > সারা দেশ > কক্সবাজার

নাম বাদ পড়ায় হট্টগোল বাঁধালেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন গতবারের ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে হলদিয়াপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা করা আমিনুল হক আমিন প্রকাশ (আমিন মেম্বার)। শুধু আমিনই নয় কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর দুই স্ত্রী কামরুন নেছা বেবী, আলম আরা বেগম ও ছেলে কাইছার মোহাম্মদ তুহিনকে। 

গত মঙ্গলবার সকালে পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা নিয়ে অভিযোগের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের উপস্থিতিতে শুনানির সময় এ ঘটনা ঘটে। 

শুনানির একপর্যায়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উখিয়া-টেকনাফে আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধি দলের প্রধান শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলমের বক্তব্যের সময় আমিন সামনে এসে চিৎকার করে তাঁকে প্রশ্ন করেন, ‘আপনারা নাকি আমাদের নাম বাদ দিয়েছেন? তাহলে আমরা এখানে কেন থাকব।’ একই সময়ে নিজের কর্মী সমর্থকদের সভাস্থল ত্যাগ করতে বলেন আমিন। সৃষ্টি হয় বাগ্‌বিতণ্ডার, চলে ভাঙচুর-হট্টগোল। পরে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এ প্রসঙ্গে শাহ আলম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের সুনির্দিষ্ট নির্দেশনা কোনো বিদ্রোহী প্রার্থীকে দলের সম্মেলন ও নির্বাচন সংশ্লিষ্ট সভায় অন্তর্ভুক্ত করা যাবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। হলদিয়াপালং ইউপি নির্বাচনে আমিন দলীয় প্রার্থীর বিরুদ্ধে ছিলেন তাই তাঁকে সম্মেলনের কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’ 

সিদ্ধান্তের প্রতিবাদ করে আমিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, দলে আমার ত্যাগ আছে। এটি সম্পূর্ণ অবৈধ সিদ্ধান্ত।’ 

জানা গেছে, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থীদের অবস্থান এবং তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ে জেলা আওয়ামী লীগের কাছে। অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে ওয়ার্ডে ওয়ার্ডে শুনানি করছে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দল। 

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ‘সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে সকল ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ থাকায় হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়, অভিযোগগুলো তদন্তে এখন শুনানি চলছে। নিষ্পত্তির মাধ্যমে এখানেও সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।’ 

প্রসঙ্গত, গত ৯ মার্চ তৃণমূল প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ১০টি ইউনিটের (উপজেলা ও পৌর শাখা) সম্মেলনের তারিখ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যেখানে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ২৮ মে। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে