হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল আর নেই

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল ইসলাম বাবু (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

সাইয়েদুল ইসলাম বাবু স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সভাপতি এবং গণপরিষদের সদস্য। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি। শহরের আদালতপাড়ার মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দ্বিতীয় সন্তান। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুলের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর ছোট ভাই ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। 

জাহিদুল ইসলাম জানান, দুই মাস ধরে সাইয়েদুল ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং পরবর্তী সময়ে আট দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানেই আজ মারা গেছেন। 

সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি এক শোকবার্তায় সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এ ছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সাংবাদিক নেতারা সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

সাইয়েদুলের জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান ছোট ভাই জাহিদুল ইসলাম রোমান।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে