হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না: নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আসন্ন ফটিকছড়ি পৌরসভা ও কর্ণফুলী উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান। আজ শনিবার বিকেলে নগরের লাভলেইনে নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসে আইনশৃঙ্খলা সভায় তিনি এ কথা বলেন। 

এ দিন সকালে কর্ণফুলী নির্বাচনী এলাকা পরিদর্শনে যান নির্বাচন কমিশনার। আগামী ২ নভেম্বর ফটিকছড়ি পৌরসভা ও কর্ণফুলী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সভায় নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আচরণবিধি প্রতিপালন করতে হবে। প্রার্থীরা যাতে আচরণবিধি প্রতিপালন করে সেই লক্ষ্যে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটারদের নির্বিঘ্নে, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।’ 
 
নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তুলতে ম্যানুয়েল ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম ব্যবহার করা হচ্ছে, যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে মাইলফলক হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশন দেশের একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার যে অঙ্গীকার করেছে সেটা পূরণ করা ও দেশের গণতান্ত্রিক পরিবেশ অধিকতর বিকাশে সুষ্ঠু নির্বাচন অত্যাবশ্যক। নির্বাচন কমিশন চায় প্রত্যেকে যার যার দায়িত্ব আইন সংগতভাবে এবং নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। অন্যথায় নির্বাচন কমিশন তাঁর ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

নির্বাচন কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে এবং বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি; পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী চমৎকার দায়িত্ব পালনের মাধ্যমে প্রায় সকল জায়গায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তবে গাইবান্ধা উপনির্বাচনে সংশ্লিষ্ট অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। সম্প্রতি যেসব জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে নির্বাচন কমিশন অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প