হোম > সারা দেশ > কক্সবাজার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন মহেশখালীর

কক্সবাজার প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে কক্সবাজারের মহেশখালীর দুজন রয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ শেফায়েত ও মোজাম্মদ আসিফ। দুজনই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা। দুজনের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত মোহাম্মদ শেফায়েত ও মোহাম্মদ আসিফ সম্পর্কে খালাতো ভাই। মোহাম্মদ আসিফ বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর ছেলে এবং মোহাম্মদ শাফায়েত বড় ডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে। তাঁরা সৌদি আরবের আল বাহা এলাকায় কাজ করতেন।

গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশের আবহা এলাকায় মাহায়েল রোডের একটি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের ২০ জন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ২৯ জন।

দুজনই পবিত্র ওমরা পালনের জন্য মক্কায় যাচ্ছিলেন। গতকাল মঙ্গলবার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর মহেশখালীর বাড়িতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত দুজনের মরদেহ আলবাহা ডিস্ট্রিক্টের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে বলে তাঁদের পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজন অ্যাডভোকেট মোহাম্মদ নয়ন বলেন, লাশ দেশে আনার ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূতাবাসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে লাশ সেখানে দাফন করা হবে, নাকি দেশে আনা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন আজ বুধবার নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, নিহত শেফায়েত ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়