হোম > সারা দেশ > কক্সবাজার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন মহেশখালীর

কক্সবাজার প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে কক্সবাজারের মহেশখালীর দুজন রয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ শেফায়েত ও মোজাম্মদ আসিফ। দুজনই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা। দুজনের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত মোহাম্মদ শেফায়েত ও মোহাম্মদ আসিফ সম্পর্কে খালাতো ভাই। মোহাম্মদ আসিফ বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর ছেলে এবং মোহাম্মদ শাফায়েত বড় ডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে। তাঁরা সৌদি আরবের আল বাহা এলাকায় কাজ করতেন।

গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশের আবহা এলাকায় মাহায়েল রোডের একটি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের ২০ জন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ২৯ জন।

দুজনই পবিত্র ওমরা পালনের জন্য মক্কায় যাচ্ছিলেন। গতকাল মঙ্গলবার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর মহেশখালীর বাড়িতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত দুজনের মরদেহ আলবাহা ডিস্ট্রিক্টের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে বলে তাঁদের পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজন অ্যাডভোকেট মোহাম্মদ নয়ন বলেন, লাশ দেশে আনার ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূতাবাসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে লাশ সেখানে দাফন করা হবে, নাকি দেশে আনা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন আজ বুধবার নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, নিহত শেফায়েত ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে